শিরোনাম :

কলম্বিয়ায় ভূমিধসে ৩৩ প্রাণহানি

কলম্বিয়ায় ভূমিধসে ৩৩ প্রাণহানি
Admin

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় ভূমি ধসে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি হয়েছে, যাদের বেশির ভাগই শিশু।

দেশটির চোকো বিভাগের মেডেলিন ও কুইবডো শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে বলে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে জানানো হয়।

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানান, ঘটনার দিন শুক্রবার ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পরের দিন শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩ জনে।

ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়া ব্যক্তিদের খুঁজতে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।

ফ্রান্সিয়া মার্কেজ এক্সে (পূর্বের টুইটার) লিখেন, ‘ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর জন্য আমি গভীরভাবে দুঃখিত। প্রাথমিক তথ্যের ভিত্তিতে যারা প্রাণ হারিয়েছে, তাদের বেশির ভাগই শিশু।’

স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে জানান, চকোতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়।

এ ঘটনায় মেডেলিন ও কুইবডো শহর দুটির মাঝে সংযোগকারী সড়ক বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ভূমিধসের সময় আহত হন অনেকে।

চকো কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বিভাগ যেখানে দেশের বৃহত্তম আফ্রো-কলম্বিয়ান জনগোষ্ঠী বসবাস করে।