শিরোনাম :

ইসরায়েলি বন্দিদের ভিডিও প্রচার করে হামাস বলল, পরিণতিও জানানো হবে

ইসরায়েলি বন্দিদের ভিডিও প্রচার করে হামাস বলল, পরিণতিও জানানো হবে
Admin

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ১০০তম দিন রোববার গাজায় থাকা ইসরায়েলি তিন বন্দির ভিডিও প্রচার করেছে উপত্যকার শাসক দল হামাস।

ভিডিওতে বন্দিদের মুক্ত করতে চাইলে গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলের প্রতি তাগিদ দেয় দলটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হামাস প্রচারিত ৩৭ সেকেন্ডের ভিডিওতে ইসরায়েলি তিন বন্দি ২৬ বছর বয়সী নোয়া আরগামানি, ৫৩ বছর বয়সী ইয়োসি শারাবি ও ৩৮ বছর বয়সী ইতাই এসভিরস্কিকে দেখানো হয়।

তারিখহীন ভিডিওর শেষের দিকে হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘আগামীকাল (সোমবার) আপনাদের তাদের (তিন বন্দি) পরিণতির কথা জানাব।’

ভিডিও প্রকাশের আগে রোববার উপত্যকার শাসক দলটি জানায়, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যে কিছু বন্দির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের। এসব বন্দি নিহত হতে পারেন বলেও হামাসের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়।

ইসরায়েলি কর্মকর্তারা সাধারণত হামাসের প্রকাশ্য বার্তার প্রতিবাদ জানাতে চান ন। তারা একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে দেখেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক কর্মকর্তা হাগার মিজরাহি গত বছরের ৩১ ডিসেম্বর স্থানীয় একটি টেলিভিশনকে জানান, হামাসের হাতে বন্দিদের মধ্যে যাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের ময়নাতদন্ত করে মৃত্যুর যে কারণ পাওয়া গেছে, তার সঙ্গে হামাসের বক্তব্যের মিল পাওয়া যায়নি।