শিরোনাম :

আজ থেকে যশোরে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম

আজ থেকে যশোরে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম
Admin

আজ থেকে যশোরে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম। ২৯, ৩০ ও ৩১ মার্চ শহরের ঈদগাহ মাঠে দেয়া হবে এ গণটিকা। এছাড়া, যশোর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যারা গত ২৬ ফেব্রুয়ারি এ সকল কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন একমাত্র তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি এ সকল কেন্দ্র থেকে এক লাখ ২৮ হাজার তিনশ’ ৩৭ জন প্রথম ডোজের গণটিকা নিয়েছিলেন। এবার তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। টিকা নিতে হলে অবশ্যই প্রথম ডোজের প্রমাণপত্র সাথে আনতে হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত দেয়া হবে এ টিকা। গণটিকার পাশাপাশি স্থায়ী কেন্দ্রে প্রথম, দ্বিতীয় ও বোস্টার ডোজ প্রদান চলমান থাকবে।