শিরোনাম :

সাগরে জ্বলছিল নৌযান, অসহায় ফায়ার সার্ভিস

সাগরে জ্বলছিল নৌযান, অসহায় ফায়ার সার্ভিস
Admin

চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকায় বঙ্গোপসাগরে একটি নৌযানে আগুন লাগার ঘটনা ঘটে।

আকমল আলী ঘাট এলাকার তীর থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে আকমল আলী ঘাট এলাকায় গেলে নৌযানের অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখার সময় কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আফছার উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে এখানে এসেছি। এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে একটি নৌযানে আগুন লেগেছে, সেটা জ্বলতে দেখা যাচ্ছে। কিন্তু ঘাটে কোনো নৌযান না থাকায় সেখানে পৌঁছাতে পারছি না আমরা।’

এদিকে লাইটার জাহাজ থেকে তেল চুরি করে ট্রলারে নেয়ার সময় আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান জাহাঙ্গীর আলম নামের এক নৌযান কর্মকর্তা।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই এলাকায় নিয়মিত তেল চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে সিভিও নামের লাইটার জাহাজ থেকে তেল চুরি করে ট্রলার বা বোটে নেয়ার সময় আগুন লেগেছে। কোনো মানুষজন মারা গেছে কি না এখনও বলা যাচ্ছে না।’