শিরোনাম :

দুই রাত ড্রোন হামলার পর কিয়েভে এবার বিস্ফোরণের শব্দ

দুই রাত ড্রোন হামলার পর কিয়েভে এবার বিস্ফোরণের শব্দ
Admin

টানা দুই রাত ভয়াবহ ড্রোন হামলার শিকার হওয়ার পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

কিয়েভের সিটি মেয়র ভিটালি ক্লিটসকো বাসিন্দাদের নিরাপদে থাকতে পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ড্রোনের ধ্বংসাবশেষ নিয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি।

কিয়েভের বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। লাভিভ ও ওদেশাসহ আরও কিছু এলাকায়ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

কিয়েভে ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি পেট্রোল স্টেশনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ বিধ্বস্ত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে এরই মধ্যে অন্তত ১৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার শেরবা বলেছেন, গত কয়েকদিন কিয়েভের বাসিন্দাদের জন্য খুবই কঠিন ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধে প্রায়ই আসছে প্রাণহানির খবর।

পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়াকে এই হামলা বন্ধের অনুরোধ করলেও তাতে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ছাড়া কয়েক দফা দুই দেশের বৈঠকেও আসেনি কোনো সমাধান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বে। বেড়েছে জ্বালানি, খাদ্যপণ্যসহ নানা পণ্যের দাম। ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য মানুষ।