শিরোনাম :

বিধ্বস্ত হয়ে সমুদ্রে উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট

বিধ্বস্ত হয়ে সমুদ্রে উত্তর কোরিয়ার নজরদারি স্যাটেলাইট
Admin

উৎক্ষেপণের পরপরই ‘দুর্ঘটনায়’ বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়েছে উত্তর কোরিয়ার একটি সামরিক নজরদারি স্যাটেলাইট।

স্থানীয় সময় বুধবার স্যাটেলাইটটির পরীক্ষা চালানো হয় বলে জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মহাশূন্যে কার্যকর স্যাটেলাইট নেই উত্তর কোরিয়ার। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক নজরদারি স্যাটেলাইট নির্মাণকে তার অগ্রাধিকারের শীর্ষে রেখেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদনে জানানো হয়, দেশটির মহাশূন্য কর্তৃপক্ষ উত্তর ফিওঙ্গান প্রদেশের চোলসান কাউন্টির সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার সকাল ৬টা ২৭ মিনিটে ‘চল্লিমা-১’ রকেটে করে ‘মাল্লিগিয়ং-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ করে, তবে উৎক্ষেপণের দ্বিতীয় পর্যায়ে রকেটটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে নিপতিত হয়।

কেসিএনএর খবরে আরও বলা হয়, স্যাটেলাইট উৎক্ষেপণের সময় ধরা পড়া মারাত্মক ত্রুটির বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নজরে এসেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, স্যাটেলাইট পরীক্ষাটি দ্রুতই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং আকাশযানটি অস্বাভাবিক উড্ডয়নের ফলে সমুদ্রে পড়ে যায়।