শিরোনাম :

সৌদিতে ৭ বছর পর ইরানের দূতাবাস চালু

সৌদিতে ৭ বছর পর ইরানের দূতাবাস চালু
Admin

সৌদি আরবে সাত বছর পর দূতাবাস চালু করল ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

চীনের মধ্যস্থতায় দুই দেশ নিজেদের মধ্যে আবারও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় ঐক্যমত হয়। এরই পদক্ষেপ হিসেবে দূতাবাস চালু করা হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিগডেলি বলেন, ‘ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটিকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন যুগে প্রবেশ করল।’

ইরানের প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, দূতাবাসটি চালুর ফলে ইরান ও সৌদি আরবের মধ্যে যাতায়াত, সরাসরি বিমান চলাচল, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়িক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তা সহজ হবে।

এদিকে সৌদি আরব এখনও তেহরানে দূতাবাস পুনরায় চালু করেনি। তবু কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় ইরানিদের হজে যেতে সৌদি ভিসার জন্য আবেদন করা সহজ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, ইরান তার দেশের হজ যাত্রীদের সহায়তা করতে এ সপ্তাহে আবারও সৌদি আরবের জেদ্দায় কনস্যুলেট অফিস খুলবে।