শিরোনাম :

খুলনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

খুলনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা
Admin

খুলনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ডা. বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে পিরোজপুরের এক কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জুন) ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত ৬ই জুন বিকেলে নগরীর কেডিএ এভিনিউস্থ শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ডা. বিপ্লব কুমার দাসের বিরুদ্ধে ওই কলেজ ছাত্রীকে (রোগী) যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, মাইগ্রেনের সমস্যায় পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে কিছুদিন পূর্বে এসেছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাসের চেম্বারে। তিনি শেখপাড়া এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে হাজার টাকা ফি’তে রোগী দেখেন। এমআরআইসহ কয়েকটি পরীক্ষাও দেন।গত মঙ্গলবার সকালে ছোট বোনকে নিয়ে পিরোজপুর স্বরূপকাটি থেকে খুলনায় রিপোর্ট দেখাতে আসেন ওই কলেজ ছাত্রী। বিকেলে ডাক্তারের চেম্বারে রিপোর্ট দেখাতে গেলে কলেজ ছাত্রীকে চেম্বারে একা রেখে সকলকেই বাইরে বের করে দিয়ে শরীরে হাত দিয়ে পরীক্ষা-নিরীক্ষার অযুহাতে স্পর্শকাতর স্থানে হাত দেন।পরে ডাক্তারের রুম থেকে বেরিয়ে অঝরেই কাঁদতে থাকেন কলেজ ছাত্রী। এতে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দিতে বলতে থাকেন, ‘রিপোর্ট খারাপ এসেছে সেই ভয়ে রোগী কান্নাকাটি করছেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে কান্নাবিজড়িত কণ্ঠে কলেজ ছাত্রী প্রকৃত বিষয়টি উপস্থিত সকলকে সংক্ষেপে বলেন।