শিরোনাম :

বিকেল থেকে রাতের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

বিকেল থেকে রাতের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
Admin

ভারতের গুজরাটের কুচ জেলায় বৃহস্পতিবার বিকেল থেকে রাতের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।

এ ঝড়ের সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে গুজরাটের উপকূলীয় অঞ্চলের ৭৪ হাজারের মতো বাসিন্দাকে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গুজরাটের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বৃহস্পতিবার সকালে জানায়, গুজরাট উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে গুজরাটের সৌরাষ্ট্র ও কুচ এবং তৎসংলগ্ন মান্ডবি ও পাকিস্তানের করাচির মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে।

তিন ক্যাটাগরির অতি প্রবল ঘূর্ণিঝড়ে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটি আরও জানায়, ঝড়টি গুজরাট উপকূলের কাছাকাছি আসায় এর প্রভাবে পোরবন্দর, রাজকোট, মরবি, জুনাগড় ও সৌরাষ্ট্র জেলার অবশিষ্টাংশ এবং উত্তর গুজরাট অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় বিভিন্ন জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৮টি, স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) ১২টি, রাজ্যের সড়ক ও ভবন অধিদপ্তরের ১১৫টি এবং বিদ্যুৎ অধিদপ্তরের ৩৯৭টি টিম মোতায়েন করা হয়েছে।