শিরোনাম :

বিদ্রোহের কারনে পুতিনকে দুর্বল মনে করছে যুক্তরাষ্ট্র

বিদ্রোহের কারনে পুতিনকে দুর্বল মনে করছে যুক্তরাষ্ট্র
Admin

ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নজিরবিহীন চ্যালেঞ্জে ফেলে তার নেতৃত্বে নতুন ‘ফাটল’কে সামনে এনেছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

স্থানীয় সময় রোববার ব্লিঙ্কেন এ অভিমত দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিঙ্কেন ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা টেলিভিশনে দেয়া বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন, শনিবার রাশিয়ায় ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন বিদ্রোহ কয়েকভাবে পুতিনকে দুর্বল করেছে। এ বিদ্রোহ রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনকে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ডসহ বাল্টিক রাষ্ট্রগুলোকে সুবিধা দিতে পারে।

প্রিগোজিনের নেতৃত্বাধীন পণ্ড হওয়া বিদ্রোহের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসির ‘দিজ উইক’ অনুষ্ঠানে বিঙ্কেন বলেন, ‘আমি মনে করি না যে, আমরা (রাশিয়ায়) চূড়ান্ত তৎপরতা দেখেছি।’

তিনি বলেন, যে অস্থিরতার পরিপ্রেক্ষিতে ওয়াগনার বিদ্রোহ করে, সেটি কয়েক মাস ধরে চলছিল।

ব্লিঙ্কেনের ভাষ্য, অভ্যন্তরীণ অস্থিরতা ইউক্রেনে রাশিয়ার সামরিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।