শিরোনাম :

ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত ১০

ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত, আহত ১০
Admin

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাসিন্দারা জানান, সোমবার প্রথম প্রহরে জেনিনের বিভিন্ন ভবনে কমপক্ষে চারবার বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের ওপর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

জেনিনভিত্তিক ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিমান থেকে বোমা ছোড়ার পাশাপাশি ভূমি থেকে হামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘কিছু বাড়ি ও স্থাপনায় বোমা ছোড়া হয়েছে…সব দিক থেকে ধোঁয়া উড়ছে।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় কমপক্ষে দুজন নিহত হন। আহত হয়েছেন ১০ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠনের সম্মিলিত যোদ্ধাদের ইউনিট জেনিন ব্রিগেডের ‘যৌথ অভিযান কেন্দ্রে’ হামলা চালানো হয়েছে।

গত মাসে ইসরায়েলি বাহিনীর হাতে জেনিনে তিন বন্দুকধারী নিহত হওয়ার পর সোমবার বিমান হামলা চালাল দেশটি।

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানান, ‘ওয়ান্টেড’ কিছু ফিলিস্তিনিকে গ্রেপ্তার ও বিস্ফোরক ভিডাইস উদ্ধারের কথাও জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।