শিরোনাম :

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
Admin

জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোসে ঝড়ো আবহাওয়ায় অবতরণের সময় ব্রাজিলের আমাজনে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুজন ক্রুসহ ১৪ জন নিহত হয়েছেন।

ব্রাজিলিয়ান সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভির রোববারের প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনায় বিমানের কেউই বেঁচে নেই।

অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেডা একটি সংবাদ সম্মেলনে জানান, ভারি বৃষ্টির মধ্যে বিমানটি শহরের দিকে আসছিল। প্রতিকূল আবহাওয়ায় বিমানটি ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় ও বিধ্বস্ত হয়।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান ছিলেন। যারা ওই অঞ্চলে ভ্রমণ করছিলেন।

রাজ্যের গভর্নর উইলসন লিমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুটার) লিখেছেন, ‘আমাদের কর্মীরা প্রয়োজনীয় সহায়তা প্রদাণের জন্য দুর্ঘটনার মুহূর্ত থেকেই মাঠে রয়েছে।’

সংবাদ প্রতিবেদনগুলোতে দেখা যায়, সাদা বিমানটি গাছপালার ওপর ভেঙে পড়ে আছে।

বিমানটি প্রায় ৯০ মিনিটের ফ্লাইটে রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে যাচ্ছিল। ব্রাজিলের বিমান বাহিনী ও পুলিশ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।