শিরোনাম :

গাজার কাছে ইসরায়েলের এক লাখ সেনা

গাজার কাছে ইসরায়েলের এক লাখ সেনা
Admin

ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের শনিবারের হামলার জবাবে গাজায় স্থল অভিযানের শঙ্কার মধ্যে উপত্যকাটির কাছে সেনা জড়ো শুরু করেছে ইসরায়েল।

দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গাজার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরায়েল।

জনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র ভিডিওবার্তায় বলেন, ‘আমরা প্রায় এক লাখ সেনা জড়ো করেছি, যারা এখন দক্ষিণ ইসরায়েলে। আমাদের দায়িত্ব হলো এই যুদ্ধের শেষে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের হুমকিতে ফেলার মতো হামাসের কোনো ধরনের সামরিক সক্ষমতা যাতে না থাকে, তা নিশ্চিত করা।’

তিনি বলেন, হামাস গাজা উপত্যকা শাসনের সক্ষমতা হারাবে, এমনটিও নিশ্চিত করতে চায় ইসরায়েল।

কনরিকাস আরও বলেন, দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করা ফিলিস্তিনি যোদ্ধাদের তাড়া করছেন ইসরায়েলি সেনারা।

এদিকে হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের হামলায় ৭০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে।