শিরোনাম :

সকাল ১০টায় এক মিনিট ‘শব্দহীন’ ছিল ঢাকা

সকাল ১০টায় এক মিনিট ‘শব্দহীন’ ছিল ঢাকা
Admin

দেশের মানুষকে শব্দদূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার নানা ধরনের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খবর বাসসের

মন্ত্রী বলেন, ‘রোববার রাজধানীতে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শুধু দূষণমুক্ত পরিবেশ নয়, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আনতে হবে।’