শিরোনাম :

চলছে প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে প্রচারণা

চলছে প্রতীক বরাদ্দ, শুরু হচ্ছে প্রচারণা
Admin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাচ্ছেন। প্রতীক পেয়েই ভোটের প্রচারে নামছেন তারা।

নির্বাচনে অংশ নেয়া দলগুলো এরই মধ্যে নানা মাধ্যমে প্রচার শুরু করেছেন। যাওয়া শুরু করছেন ভোটারদের দ্বারে দ্বারে। এখন আনুষ্ঠানিকভাবে ভোট চাইবেন তারা।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদের ভোট। প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। এদিন মোট ৩৪৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করলে ভোটের লড়াইয়ে প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৯৬ জনে।

আওয়ামী লীগ জোট শরিকদের নিয়ে ভোটে অংশ নিলেও বিএনপি এবারের ভোটে আসছে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধ করে আসছে দলটি।