শিরোনাম :

গাজার মানুষদের অনাহারে রেখেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

গাজার মানুষদের অনাহারে রেখেছে ইসরায়েল: এইচআরডব্লিউ
Admin

ইসরায়েল সরকার অবরুদ্ধ গাজায় অভিযানের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সেখানকার বেসামরিক লোকজনকে অনাহারে রেখেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থাটি সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।

এইচআরডব্লিউ বলেছে, ‘ইসরায়েল সরকার যুদ্ধের পদ্ধতি হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে, যা যুদ্ধাপরাধের শামিল।’

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহে বাধা দিচ্ছে, মানবিক সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্পষ্টতই কৃষি এলাকা ধ্বংস এবং বেসামরিক জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার অপরিহার্য জিনিস থেকে বঞ্চিত করছে।

ইসরায়েল এইচআরডব্লিকে ‘অ্যান্টি সেমেটিক’ ও ইসরায়েল বিরোধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, ‘এইচআরডব্লিউ গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেনি, তাই গাজায় যা ঘটছে তা নিয়ে মন্তব্য করার কোনো নৈতিক অধিকার তাদের নেই। গ্রুপটি ইসরায়েলিদের ভোগান্তি ও মানবাধিকারের বিষয়ে অন্ধ হয়ে আছে।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় প্রতিশোধমূলক নির্বিচারে পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।