শিরোনাম :

সংক্রমনের হার বাড়তে থাকলে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে

সংক্রমনের হার বাড়তে থাকলে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে
Admin

করোনা ভাইরাসে সংক্রমনের হার যেভাবে বাড়ছে, তাতে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দৈনিক ১০ থেকে ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছেন। এক সপ্তাহ ধরে পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩০ শতাংশের আশপাশে রয়েছে।  হাসপাতালে রোগী বাড়তে শুরু করেছে। এভাবে রোগী বাড়তে থাকলে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে।

মঙ্গলবারে দেয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর এক তথ্যমতে করোনা ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭ দেশে শনাক্ত হয়েছে।  

আজকের বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, ওমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরনবিএ.অনেক বেশি সংক্রামক হতে পারে। এতে ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। রোগীর সংখ্যা যেন না বাড়ে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

-সেফনিউজ২৪