কলকাতা: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি-২০ সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিসিআই। রাজ্যে ৭৫ শতাংশ দর্শকের গ্যালারিতে থাকার অনুমতি থাকলেও বোর্ড এখনই দর্শকদের মাঠে প্রবেশের পক্ষে নয়। এর পিছনে মূলত ২টি কারণ, সিরিজের শুরুতে আহমেদাবাদে দর্শক থাকছে না। দ্বিতীয়ত আইপিএলও দর্শকশূন্য করতে চান সৌরভরা। তাই শুধু কলকাতার মাঠে দর্শক প্রবেশ করার পক্ষে রাজি নয় বোর্ড। তার উপরে সিরিজের শুরুতেই একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছে। তাই এই অবস্থায় কোনও ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই কর্তারা।
এদিকে স্বস্তির খবর, ভারতীয় দলে নতুন করে কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। এই অবস্থায় গতকাল, বৃহস্পতিবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মারা। জানা গিয়েছে, করোনার রিপোর্ট পজিটিভি আসা শিখর ধাওয়ানও এখন অনেকটাই সুস্থ রয়েছেন ৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী নতুন করে আর কোনও ক্রিকেটারের করোনা সংক্রমণ ধরা পড়েনি ৷ বায়ো বাবলের মধ্যে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন ৷ বৃহস্পতিবার সবার পরীক্ষা নেগেটিভও এসেছে ৷ রবিবার, ৬ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৷ কলকাতায় এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি২০ সিরিজ ৷