শিরোনাম :

আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’র শুটিং

আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’র শুটিং
Admin

মাঝখানে অনেক দিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘স্পর্শ’র শুটিং। এবার হবে বাংলাদেশ অংশের চিত্রায়ণ। নির্মাতা অনন্য মামুন নিজেই এ তথ্য জানালেন। বলেন, ‘আমরা কলকাতায় এ সিনেমার দৃশ্যায়ণের পর্ব শেষ করেছি। আজ থেকে চলবে ঢাকার কাজ। ঢাকাসহ দেশের নানা লোকেশনে হবে এর শুটিং। এতে নিরব ও ঋতুপর্ণা সেনগুপ্ত অংশ নেবেন। আশা করি ভালোভাবে স্বস্তিতেই কাজ শেষ করতে পারব।’

 

ঋতুপর্ণা এর আগেও বাংলাদেশি নায়কদের বিপরীতে কাজ করেছেন। সেসব সিনেমা সাফল্যও পেয়েছে। এবারই প্রথম এই অভিনেত্রীর নায়ক হলেন নিরব। তিনি বলেন, ‘আমি নিজে ঋতুপর্ণার অভিনয়ের ভক্ত। তার অসংখ্য সিনেমা দেখে মুগ্ধ হয়েছি। নিজের প্রিয় নায়িকার নায়ক হওয়ার সুযোগ পাওয়াটা আনন্দের। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, জেনেছি। সহশিল্পী হিসেবে তিনি খুবই আন্তরিক ও সহযোগী। পরিচালক অনন্য মামুনকে ধন্যবাদ এ সুযোগ করে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমাদের স্পর্শ সিনেমাপ্রেমীদের মন জয় করবে।’

 

 

শুটিং করতে গতকাল (১২ আগস্ট) ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। তিনি একটি সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন সিনেমাটির জন্য। এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ আমার কাছে নিজের বাড়ির মতো। ভাষা, মানুষের আচার-ব্যবহার, খাদ্য ও দৈনন্দিন জীবনযাপনে কলকাতা ও ঢাকা প্রায় একই। আমি এখানে বারবার এসেছি, অনেক সময় কাটিয়েছি। অনেক সিনেমায় কাজ করেছি। তাই নতুন করে কোনো অনুভূতি হয় না। তবে প্রতিবার ঢাকায় আসাটা আমি উপভোগ করি। এখানকার মানুষের সঙ্গে কাজ করাটাও আমি উপভোগ করি। অনন্য মামুনের টিমটা খুবই ভালো। নিরবের সঙ্গেও কাজ করে আনন্দ পাচ্ছি। আমি আশাবাদী একটি চমৎকার সিনেমা হবে স্পর্শ।’

 

ঋতুপর্ণা সেনগুপ্ত আরও বললেন, ‘স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিতে স্পার্শ হোক আর বাংলায় স্পর্শ। আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। মনে হয় এবারের অনুভূতিটা আরও বড়।’

 

কলকাতা থেকে সিনেমাটি প্রযোজনা করছে রোল অ্যাকশন নামের প্রতিষ্ঠান। সেখান থেকে পরিচালক হিসেবে আছেন অভিনন্দন দত্ত।