শিরোনাম :

তিন বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর অপেক্ষা

তিন বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর অপেক্ষা
Admin

বন্যার কারণে পিছিয়ে পড়া তিনটি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার।

চট্টগ্রাম বাদে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে গত ১৭ আগস্ট সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়।

এর ১০ দিন পর একই সময়ে শুরু হচ্ছে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। ৪ হাজার ৬৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ হাজার ৫৩৫টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে।

আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি ও মোট কেন্দ্র ৪৪৯টি।

কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪ ও মোট কেন্দ্র ৬৭৪টি।

গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। প্রতিষ্ঠান কমেছে ১২টি ও কেন্দ্র বেড়েছে ৯টি।

পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।